সাম্যবাদী আন্দোলনের মহান নেতা স্ট্যালিন স্মরণে

‘‘সর্বহারা শ্রেণিকে প্রস্তুত করা ও সংগঠিত করার উপায় হিসাবে ধর্মঘট, বয়কট, সংসদীয় কার্যকলাপ, সভা-সমিতি, বিক্ষোভ-মিছিল এসব হল সংগ্রামের এক একটা উৎকৃষ্ট রূপ। কিন্তু এই সংগ্রামগুলির কোনও একটিও সমাজে বিদ্যমান অসাম্য দূর করতে পারে না। এই সমস্ত আন্দোলনকে কেন্দ্রীভূত করতে হবে একটি চূড়ান্ত অমোঘ আন্দোলনের মধ্যে। পুঁজিবাদকে সমূলে ধ্বংস করার জন্য সর্বহারা শ্রেণিকে সোজা হয়ে দাঁড়িয়ে বুর্জোয়া শ্রেণির ভিত্তির উপর দৃঢ়প্রতিজ্ঞ আঘাত হানতে হবে। এই প্রধান ও অমোঘ উপায়টি হল সমাজতান্ত্রিক বিপ্লব।”

– জে ভি স্ট্যালিন (নৈরাজ্যবাদ না সমাজতন্ত্র)