Breaking News

সরকারি নির্দেশিকার প্রতিবাদ সার্ভিস ডক্টর্স ফোরামের

 

 

পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর সম্প্রতি এক নির্দেশিকায় জানিয়েছে, বেসরকারি মেডিকেল কলেজগুলি রাজ্যের সরকারি হাসপাতালগুলিকে ব্যবহার করতে পারবে। এর জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে। সার্ভিস ডক্টর্স ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ সজল বিশ্বাস ৫ ডিসেম্বর এক বিবৃতিতে এর তীব্র প্রতিবাদ জানান।

তিনি বলেন, ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি)-র সুপারিশে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জনগণের টাকায় গড়ে ওঠা সরকারি হাসপাতালগুলিকে কর্পোরেট মেডিকেল শিক্ষা ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে। এর দ্বারা ব্যয়বহুল বেসরকারি মেডিকেল শিক্ষা উৎসাহ পাবে। পাশাপাশি, সরকারি হাসপাতালগুলির কর্তৃত্ব কর্পোরেট ব্যবসায়ীদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। সরকারি চিকিৎসার সুযোগ কমতে কমতে এখনও যতটুকু আছে, তাও সঙ্কুচিত হবে। ডাঃ বিশ্বাস বলেন, রাজ্য সরকারকে এই জনবিরোধী এনএমসি আইন প্রয়োগে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ১৩ সংখ্যা_১৮ ডিসেম্বর, ২০২০)