সরকারি কাজে ইংরেজির বদলে হিন্দি বিরোধিতা অধ্যাপক সংহতি মঞ্চের

ফাইল চিত্র

শিক্ষাদানের মাধ্যম সহ সরকারি কাজে ইংরেজি বাদ দিয়ে হিন্দি চালু করার যে প্রস্তাব সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটি দিয়েছে, যা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অনুমোদন করেছে, তার তীব্র বিরোধিতা করেছে অধ্যাপক সংহতি মঞ্চের সম্পাদক মানস জানা বলেন, এটা অত্যন্ত উদ্বেগের। ভারতের মতো বহু ভাষাভাষী দেশে একটি ভাষাকে জোর করে চাপিয়ে দেওয়া আসলে দেশের ভাষা বৈচিত্র্যকে অস্বীকার করা এবং এই পদক্ষেপ অন্যান্য মাতৃভাষা সহ ধ্রুপদী ভাষাগুলির বিকাশের পথে অন্তরায় সৃষ্টি করবে। জাতির ধারণাকে বিকৃত করে, জাত্যাভিমানের দোহাই দিয়ে আধুনিক বিশ্বে ইংরেজি ভাষার গুরুত্ব অস্বীকার করা কার্যত দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। এই প্রস্তাব আধুনিক জ্ঞান-বিজ্ঞান সহ চিন্তার বিকাশের সকল পথকে রুদ্ধ করবে। যখন জাতীয় শিক্ষানীতি ২০২০-তে ত্রি-ভাষানীতির কথা বলে কার্যত ইংরেজির গুরুত্ব হ্রাস করার পরিকল্পনা হয়েছে আমরা তখনই এর বিরোধিতা করে রাষ্ট্রপতির কাছে অধ্যাপকদের স্বাক্ষর সংবলিত প্রতিবাদপত্র পাঠিয়েছিলাম। আমরা মনে করি, সরকারের এই ভাষানীতির বিরুদ্ধে সর্বস্তরে প্রতিবাদ সংগঠিত হওয়া প্রয়োজন।