সমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের সুযোগ দেওয়ার দাবি

‘দুয়ারে সরকার’ নিয়ে এস ইউ সি আই (সি)-র রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ৪ ডিসেম্বর বেশ কিছু বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে এবং অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকারের সম্প্রতি ঘোষিত দুয়ারে সরকার প্রকল্পের কৃষক বন্ধু প্রকল্পে বলা হয়েছে, চাষ জমির পর্চা/বর্গারেকর্ড/পাট্টা/বন পাট্টা যে চাষিদের আছে তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। যে মানুষরা ঘোষিত সরকারি ক্যাম্পে যাচ্ছেন তাঁদের বলা হচ্ছে পাট্টার এলআর রেকর্ডের পর্চা না থাকলে উক্ত প্রকল্পে আবেদন করতে পারবেন না। অথচ বিএলঅ্যান্ডএলআরও অফিস প্রতিটি ব্লকে হাজার হাজার পাট্টাদারদের নাম এলআর রেকর্ড করেননি। যেমন, কুলতলি ব্লকে ৩৫০০-র বেশি পাট্টাদার বহুবার দরখাস্ত করেও নাম এলআর রেকর্ড করাতে পারেননি। কেবল যাঁরা পাট্টাদার তাঁরা যদি আবেদন করতে না পারেন তাহলে কয়েক লক্ষ পাট্টাদার সরকার ঘোষিত কৃষকবন্ধু প্রকল্প থেকে বঞ্চিত হবেন। এই অবস্থা অন্য ব্লকগুলিতেও সত্য। এই পরিপ্রেক্ষিতে সরকার ঘোষিত প্রকল্পের সুবিধা যাতে সবাই পান তার ব্যবস্থা করার জন্য রাজ্য সম্পাদক মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ১২ সংখ্যা_১১ ডিসেম্বর, ২০২০)