সব স্কলারদের ফেলোশিপ চাই : ডিআরএসও

২০১৭ সালে রাজ্য সরকার ঘোষণা করেছিল, সমস্ত নন–নেট এম ফিল এবং পি এইচ ডি স্কলারদের ফেলোশিপ দেওয়া হবে৷ কিন্তু এই মর্মে ২০১৭–র জুনে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তাতে দেখা যায় কেবলমাত্র ১ এপ্রিল–২০১৭–র পর যাদের নাম নিবন্ধিত হয়েছে সরকার কেবল তাদেরই ফেলোশিপ দেবে৷ এই বিজ্ঞপ্তি গবেষকদের মধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি করে৷ কোনও বৈষম্য না করে সমস্ত স্কলারদের ফেলোশিপের দাবিতে ডেমোক্রেটিক রিসার্চ স্কলারস অর্গানাইজেশন (ডিআরএসও) ৮ ফেব্রুয়ারি বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি দেয়৷ সংগঠনের যুগ্ম আহ্বায়ক অর্ঘ্য দাস জানান, তাঁরা এই দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন৷