Breaking News

সফল পানচাষি আন্দোলনের বর্ষপূর্তিতে সমাবেশ

দীর্ঘদিন ধরে পাইকার ও আড়তদারদের জুলুমবাজি ও সরকারি উদাসীনতায় পূর্ব মেদিনীপুরে পানচাষিদের ক্ষোভ ধূমায়িত হচ্ছিল৷ ২০১৭ সালের ডিসেম্বর মাস থেকে আড়তদার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৮ শতাংশ কর নেওয়া শুরু করলে পানচাষিরা স্বতঃস্ফূর্ত বিক্ষোভে ফেটে পড়েন৷ সেই সময় পূর্ব মেদিনীপুর জেলা পানচাষি সমন্বয় সমিতির নেতৃত্বে চাষিদের সংগঠিত করে ডি এম ডেপুটেশনের মাধ্যমে বর্ধিত আড়তদারি কর বাতিল হয়৷ আড়তদার ও ব্যবসায়ীদের জুলুমাবাজি বন্ধ ও পান নিয়ে গবেষণা, পানকে কৃষিপণ্য হিসাবে ঘোষণা এবং আর্থিক সহযোগিতার দাবিতে আন্দোলনের চাপে এই জেলায় নতুন পানবরজ চাষিদের ১ লক্ষ ৩০ হাজার টাকা অনুদানের প্রস্তাব মঞ্জুর হয়৷

এই পানচাষি আন্দোলনের বর্ষপূর্তিতে ১৭ ডিসেম্বর এক সভা অনুষ্ঠিত হয়৷ দুর্যোগের মধ্যে মাঠের পাকা ফসল ফেলে পানচাষিদের এই সভায় দুই শতাধিক মানুষের উপস্থিতিতে কৃষক নেতা নন্দ পাত্র ৩০ জানুয়ারি কলকাতায় কৃষক মিছিলে সামিল হওয়ার আহ্বান জানান৷

(গণদাবী : ৭১ বর্ষ ২০ সংখ্যা)