সকলের জন্য কাজ চাই প্রতিষ্ঠা দিবসে দাবি ডিওয়াইও–র

কেন্দ্রীয় অফিস, কলকাতা

‘কর্মচ্যুত ও কর্মহীন যুবসমাজ কাজের দাবিতে তোলো আওয়াজ’ এই আহ্বান নিয়ে ২৬ জুন অল ইন্ডিয়া ডিওয়াইও–র ৫৫তম প্রতিষ্ঠা দিবস দেশ জুড়ে পালিত হল৷ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় অফিসে আয়োজিত অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন সংগঠনের সর্বভারতীয় কাডন্সিল সদস্য ও রাজ্য কমিটির কোষাধ্যক্ষ সুকান্ত  সিকদার৷ রাজ্য কমিটির পক্ষ থেকে মাল্যদান করেন সম্পাদকমণ্ডলীর সদস্য মলয় পাল৷ ওই দিন এক অনলাইন সভায় যুব জীবনের সমস্যা ও সমাধান বিষয়ে আলোচনা করেন এস ইড সি আই (সি) কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ সুভাষ দাশগুপ্ত৷ সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড নিরঞ্জন নস্কর বলেন, দেশ জুড়ে কোটি কোটি যুবক কর্মচ্যুত ও কর্মহীন৷ অসংখ্য পরিবার রুজি–রোজগারহীন হয়ে আজ দিশেহারা৷ তাদের কাজ না দিতে পারলে মাসিক ৮০০০ টাকা ভাতা দিতে হবে৷ সাথে সাথে পরিযায়ী শ্রমিকদের এই অবস্থায় তাদের জীবন–জীবিকা চিকিৎসার দায়িত্ব ডভয় সরকারকে নিতে হবে৷ তিনি আমফান পরবর্তী পরিস্থিতিতে মানুষ যে অবর্ণনীয় অবস্থায় দিন কাটাতে বাধ্য হচ্ছে, সেই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে ত্রাণসাহায্য করার জন্য সংগঠনের কর্মী সহ সাধারণ যুবক–যুবতীদের আহ্বান জানান৷

বেলদায় প্রতিষ্ঠা দিবসে ত্রান বিতরণ