সংখ্যালঘুদের নিরাপত্তায় মোদিজির প্রতিশ্রুতি! ঝাড়খণ্ডে ‘জয় শ্রীরাম’ বলিয়ে পিটিয়ে খুন

চোর অপবাদ দিয়ে প্রথমে বাঁধা হয় ল্যাম্পপোস্টে৷ জিজ্ঞাসা করা হয় নাম উত্তর শোনার পরেই বেধড়ক পেটানো শুরু হয়  ঝাড়খণ্ডের যুবক তবরেজ আনসারিকে৷ জোর করে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করে ১৮ ঘন্টা ধরে অমানুষিক নির্যাতন চালানো হয়৷ ১৮ জুন রাঁচির ঘটনা৷ পরদিন মারা যান ঝালাই মিস্ত্রি তবরেজ৷ ২০১৬ থেকে এ পর্যন্ত ১৩ জনকে পিটিয়ে মারা হল ঝাড়খণ্ডে৷ প্রায় প্রতিটিতেই অভিযুক্তদের হিন্দুত্ববাদী বা গোরক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে দেখা গেছে৷ প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার কথা বলেছিলেন৷ বাস্তবে সে সবই যে কথার কথা তা একের পর এক ঘটনা থেকেই স্পষ্ট হয়ে উঠছে৷

(তথ্যসূত্র : আনন্দবাজার পত্রিকা, ২৪ জুন ২০১৯)

(গণদাবী : ৭১ বর্ষ ৪৭ সংখ্যা)