ষষ্ঠ বেতন কমিশনই হয়নি, বিজেপি দিচ্ছে সপ্তম বেতন কমিশনের প্রতিশ্রুতি

সপ্তম বেতন কমিশন গঠনের যে প্রতিশ্রুতি বিজেপি নির্বাচনী ইস্তাহারে দিয়েছে, তা কর্মচারীদের প্রতি কেন্দ্রীয় সরকারের নিষ্ঠুর উপহাস। এক বিবৃতিতে এ কথা বলেছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শুভাশীষ দাস। তিনি বলেন, মহার্ঘভাতা কর্মচারীদের একটি অধিকার, দয়ার দান নয়। কিন্তু কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই একে দান হিসাবে দেখাচ্ছে। তিনি আরও বলেন, আগের সব সরকারগুলির মতো বর্তমান সরকারও মহার্ঘভাতা বকেয়া রেখেছে। তাই, শুধু কেন্দ্রীয় হারে নয় প্রাপ্য দিন থেকে বকেয়া সহ মহার্ঘভাতা দিতে হবে।

তিনি ক্ষোভের সাথে বলেন, দ্বিতীয় কেন্দ্রীয় বেতন কমিশনের সময় এ রাজ্যে প্রথম বেতন কমিশন গঠিত হয়। একইভাবে কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের সময় রাজ্যে ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়েছে। যুক্তিযুক্তভাবেই রাজ্য সরকারি কর্মচারীরা ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে বেতন সংশোধন এবং বকেয়া সহ সমস্ত আর্থিক সুবিধা দাবি করেছেন, তারা সপ্তম বেতন কমিশন গঠনের দাবি করেননি। এই পরিস্থিতিতে কর্মচারীদের ন্যায্য দাবিগুলির ধার পাশ দিয়ে না গিয়ে সপ্তম বেতন কমিশন গঠনের বিভ্রান্তিকর নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি।

তিনি বলেন, এ রাজ্যের সরকারি কর্মচারীরা এই প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হবেন না।