শিশু পাচার, রায়গঞ্জ থানায় বিক্ষোভ

উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ডিএম বাংলোর পাশে গোবিন্দপুর গ্রামের দুই শিশু সুনিরাম মুর্মু এবং বিশ্বনাথ কিস্কু সহ একজন প্রাপ্তবয়স্ককে গত সেপ্টেম্বর মাসে গ্রামের জনৈক মফিজুউদ্দিন নিয়ে চলে যায়। তারপর তিনি ফিরে এলেও শিশুদের কোনও হদিশ দিতে পারেননি। প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও ওই শিশু দুটির খোঁজ পাওয়া যায়নি। গ্রামবাসীদের আশঙ্কা, তাদের পাচার করে দেওয়া হয়েছে।

অপহৃতদের অবিলম্বে উদ্ধার করার দাবিতে ১৬ ফেব্রুয়ারি এসইউসিআই(সি) রায়গঞ্জ লোকাল কমিটির পক্ষ থেকে রায়গঞ্জ থানায় বিক্ষোভ দেখানো হয় এবং ডেপুটেশন দেওয়া হয়। দেড় শতাধিক মানুষের এই বিক্ষোভে নেতৃত্ব দেন কমরেডস মাধবীলতা পাল, গোপাল দেবনাথ, শ্যামল দত্ত, রুবিনা খাতুন, শুক্লা বর্মন, বিপ্লব কর্মকার প্রমুখ। বিক্ষোভকারীদের দাবি মেনে আই সি রাস্তায় এসে দেখা করে শিশুদের উদ্ধার করার প্রতিশ্রুতি দেন।

(গণদাবী : ৭২ বর্ষ ২৮ সংখ্যা)