Breaking News

শিল্পী–সাংস্কৃতিক কর্মী–বুদ্ধিজীবী মঞ্চের উদ্যোগে স্মরণ সভা

কলকাতার ভারত সভা হলে ৬ জানুয়ারি শিল্পী–সাংস্কৃতিক কর্মী– বুদ্ধিজীবী মঞ্চের উদ্যোগে বাংলার শিল্প–সংস্কৃতি জগতের সদ্যপ্রয়াত ব্যক্তিত্ব প্রখ্যাত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়, চিত্র পরিচালক মৃণাল সেন ও সাহিত্যিক দিব্যেন্দু পালিতের স্মরণসভা আয়োজিত হয়৷ সভাপতিত্ব করেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী৷

প্রয়াত সাহিত্যিক, পরিচালক, সঙ্গীতশিল্পী ও সাহিত্যিকের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে সভার কাজ শুরু হয়৷ শোকপ্রস্তাব পাঠ করেন প্রাক্তন সাংসদ ও চিকিৎসক ডাঃ তরুণ মণ্ডল৷ ১ মিনিট নীরবতা পালনের পর মৃণাল সেনের সিনেমা এবং দিব্যেন্দু পালিতের সাহিত্যকৃতি নিয়ে আলোচনা করেন যথাক্রমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজের প্রখ্যাত অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায় এবং চিত্র সমালোচক ও লেখক  শিলাদিত্য  সেন৷ সভায় সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী অরুণ গঙ্গোপাধ্যায় এবং প্রখ্যাত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়৷ দ্বিজেন মুখোপাধ্যায়ের সঙ্গীত জীবন নিয়ে আলোচনা করেন সঙ্গীতশিল্পী ও সমালোচক স্বপন সোম৷

(গণদাবী : ৭১ বর্ষ ২২ সংখ্যা)