শিলিগুড়িতে ছাত্র–যুব–মহিলা বিক্ষোভ

‘মানবতা যেখানে আক্রান্ত নীরবতা সেখানে অপরাধ’– এই স্লোগান তুলে কাঠুয়া–উন্নাও–সুরাট সহ দেশের বিভিন্ন প্রান্তে শিশু–কিশোরীদের উপর ভয়ঙ্কর অত্যাচারের প্রতিবাদে ২৬ এপ্রিল এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস–এর পক্ষ থেকে এক দৃপ্ত মিছিল শিলিগুড়ি শহর পরিক্রমা করে৷ মিছিলে আওয়াজ ওঠে– নারী–শিশু নির্যাতন বন্ধে মদ, অশ্লীল প্রচার ও মাদকদ্রব্য নিষিদ্ধ করতে হবে৷ ধর্ষণে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তাঁরা৷ বিজ্ঞানমনস্কতা ও মনীষীদের জীবনী চর্চাকে পাঠ্যপুস্তকে আবশ্যিক করতে হবে৷

(৭০ বর্ষ ৩৬ সংখ্যা ২৭ এপ্রিল, ২০১৮)