শিক্ষক নিয়োগে দুর্নীতি দোষীদের কঠোর শাস্তি চাই

ব্যাঙ্ক অফ্ ইন্ডিয়া মোড়, কলকাতা

প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেফতার প্রসঙ্গে এস ইউ সি আই (সি) রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ২৩ জুলাই এক বিবৃতিতে বলেন, অবৈধভাবে শিক্ষক নিয়োগের প্রশ্নে দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রীকে গ্রেফতারের ঘটনা সুনির্দিষ্টভাবে প্রমাণ করছে, শিক্ষক নিয়োগের প্রশ্নে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। আমরা আইনসঙ্গত বিচারের ভিত্তিতে প্রকৃত দোষীদের শাস্তি চাই। আমাদের দাবি, মেধাতালিকাভুক্ত চাকরিপ্রার্থীরা, যাঁরা প্রায় ৫০০ দিন ধরে সমস্ত প্রতিকূলতা অগ্রাহ্য করে রাস্তায় নেমে আন্দোলন করে যাচ্ছেন, তাদের অবিলম্বে চাকরিতে নিয়োগ করতে হবে।

এই প্রসঙ্গে উল্লেখ করতে চাই, দীর্ঘদিন ধরে কেন্দ্রে ও রাজ্যে রাজ্যে যে দলই ক্ষমতায় থাকছে তাদের বেশ কিছু মন্ত্রীর বিরুদ্ধে বারবার দুর্নীতির অভিযোগ উঠছে। কিন্তু নিরপেক্ষভাবে তদন্ত না করে ক্ষমতাসীন দল এই অভিযোগগুলি ব্যবহার করছে সংকীর্ণ ভোট রাজনীতির স্বার্থে। ফলে বহু ক্ষেত্রে প্রকৃত দোষীরা নিস্তার পেয়ে যাচ্ছে।