Breaking News

শহিদ ক্ষুদিরামের আত্মোৎসর্গ দিবস পালিত

১১ আগস্ট, ভারতের স্বাধীনতা সংগ্রামের আপসহীন বিপ্লবী ধারার উজ্জ্বল প্রতীক শহিদ ক্ষুদিরাম বসুর ১১১ তম আত্মোৎসর্গ দিবস গভীর আবেগ ও যথাযোগ্য মর্যাদায় পালন করল ডিএসও, ডিওয়াইও, এমএসএস, কমসোমল এবং পথিকৃৎ এই পাঁচটি গণসংগঠন৷ ঠিক সকাল ৬টায় তাঁর ফাঁসির মুহূর্তটিকে স্মরণ করে কলকাতা হাইকোর্টের সামনে ক্ষুদিরাম মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন এস ইউ সি আই (সি) কেন্দ্রীয় কমিটির সদস্য এবং পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড সৌমেন বসু৷ আয়োজক সংগঠনগুলির রাজ্য ও জেলা নেতৃবৃন্দ সহ নানা শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার প্রতিনিধিরা মাল্যদান করেন৷ কমসোমল বাহিনী শহিদ ক্ষুদিরাম মূর্তির সামনে গার্ড অফ অনার জানানোর পর ‘একবার বিদায় দে মা’ সঙ্গীতটি পরিবেশিত হয়৷ উপস্থিত ছাত্র–যুব–মহিলা সহ সমস্ত মানুষ ক্ষুদিরামের অপূরিত স্বপ্ন পূরণ করার শপথ গ্রহণ করেন৷

ওইদিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব লাইব্রেরি, জনবহুল এলাকায় ক্ষুদিরামের শহিদ বেদিতে মাল্যদান, স্মারক ব্যাজ পরিধান করেন অগণিত মানুষ৷ বহু স্থানে আলোচনা সভা, ক্ষুদিরাম বিষয়ক নাটক, চলচ্চিত্র প্রদর্শনী সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়৷ মেদিনীপুর শহর, পূর্ব মেদিনীপুরের মেচেদা, মুর্শিদাবাদের বহরমপুর, কোচবিহার শহরের ক্ষুদিরাম মূর্তিতেও শ্রদ্ধাজ্ঞাপন করেন বহু মানুষ৷ মজফফরপুর, আগরতলা, শিলচর সহ দেশের নানা জায়গায় দিনটি গুরুত্ব সহকারে পালিত হয়৷

(৭১ বর্ষ ৩ সংখ্যা ১৭ আগস্ট, ২০১৮)