Breaking News

শস্য বিমার টাকার দাবিতে নন্দীগ্রামে বিক্ষোভ

নন্দীগ্রাম এলাকার ক্ষতিগ্রস্ত সমস্ত কৃষকদের শস্যবিমার টাকা সহ উপযুক্ত ক্ষতিপূরণ, এ বছরের বকেয়া কৃষিঋণ মকুব,  সুষ্ঠু জলনিকাশি, খাল সংস্কার, পরিবারের সকলের রেশন কার্ড এবং উপযুক্ত মানের পর্যাপ্ত রেশন সামগ্রী প্রদান, কৃষি শ্রমিকদের নিয়মিত কাজ, ৬০ বৎসরের ঊর্ধ্বে জবকার্ড হোল্ডারদের বার্ধক্যভাতা প্রদান, ডেঙ্গু রোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে সুচিকিৎসা, বিদ্যুতের অতিরিক্ত সারচার্জ প্রত্যাহারের দাবিতে ২৩ নভেম্বর নন্দীগ্রাম বিডিও/খাদ্যসরবরাহ আধিকারিক/কৃষি আধিকারিকের অফিসে এস ইউ সি আই (সি) নন্দীগ্রাম লোকাল কমিটি স্মারকলিপি পেশ করে৷ তার আগে এক সুসজ্জিত মিছিল নন্দীগ্রাম বাজার পরিক্রমা করে৷ এই ডেপুটেশনে নেতৃত্ব দেন কমরেডস মনোজ দাস, আনসার হোসেন, অসিত প্রধান, বিমল মাইতি৷