Breaking News

লেনিন মূর্তি ভাঙা হিটলারি বর্বরতা

70 Year 29 Issue 9 March 2018

এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর  সাধারণ  সম্পাদক  কমরেড  প্রভাস ঘোষ ৬ মার্চ এক বিবৃতিতে বলেন, ত্রিপুরায় ভোটে জেতার ৪৮ ঘন্টার মধ্যে আরএসএস–বিজেপি গুন্ডা বাহিনী বুলডোজার চালিয়ে বিলোনিয়ায় লেনিন মূর্তি ভেঙেছে৷ তাদের এই কাপুরুষোচিত কাজের তীব্র নিন্দা করছি আমরা৷ মার্কসবাদের মহান রূপকার এবং প্রথম সর্বহারা বিপ্লবের স্থপতি হিসাবে লেনিন সারা বিশ্বে শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত৷ যে উন্মত্ত তাণ্ডব এবং বর্বরতা আরএসএস–বিজেপি দেখিয়েছে তা প্রমাণ করে তাদের শাসন একমাত্র হিটলারি জমানার সাথেই তুলনীয়৷ হিটলারের উগ্র স্টর্ম ট্রুপার বাহিনী যে কোনও বিরোধী কণ্ঠস্বরকে গায়ের জোরে স্তব্ধ করে দেওয়ার জন্য অবাধ গুন্ডামি এবং ক্ষমতার উন্মত্ত আস্ফালন দেখাত৷ আদর্শগতভাবে দেউলিয়া বলে তারা বুঝেছিল জনগণকে দাবিয়ে রেখে আনুগত্য পেতে গেলে এছাড়া তাদের আর কোনও রাস্তা নেই৷ আরএসএস–বিজেপির ক্রিয়াকলাপ সে কথাই স্মরণ করায়৷

শুভবুদ্ধি ও গণতান্ত্রিক বোধসম্পন্ন নাগরিকদের কাছে আমাদের আবেদন এই জঘন্য কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ান৷ এই বর্বরতা শুধু ভারতীয় জনগণের ফ্যাসিবাদ বিরোধী গৌরবময় ঐতিহ্যের উপরই নয়, সভ্যতার ভিত্তিমূলেই এক আঘাত৷

পাটনা, বিহার
বোলাঙ্গির, ওড়িশা
জামশেদপুর, ঝাড়খণ্ড
কলকাতা, পশ্চিমবঙ্গ
জৌনপুর, উত্তরপ্রদেশ
গুনা, মধ্যপ্রদেশ
দিল্লি
হুগলি, পশ্চিমবঙ্গ