লকডাউন পর্বের্র চার মাসের বিদ্যুৎ বিল মকুবের দাবিতে সিইএসসি দপ্তরে বিক্ষোভ অ্যাবেকার

লকডাউন পর্বের চার মাসের বিদ্যুৎ বিল মকুবের দাবিতে সিইএসসি দপ্তরে বিক্ষোভ দেখাল বিদ্যুৎ গ্রাহক সংগঠন অ্যাবেকা। এই সময়ে মানুষের আর্থিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে সিইএসসি বিল স্থগিত ঘোষণা করেছিল। সম্প্রতি সিইএসসি ঘোষণা করেছে ১০ কিস্তিতে স্থগিত বকেয়া পরিশোধ করতে হবে। অ্যাবেকা দাবি তুলেছে, সিইএসসি বিপুল মুনাফা করেছে, মানুষের আর্থিক দুরবস্থা বিবেচনা করে এই বিল মকুব করাটাই ছিল মানবিক কাজ। সরকারের উচিত এ বিষয়ে পদক্ষেপ করা। কিন্তু সিইএসসি তা না করে উল্টোপথেই হাঁটছে। গ্রাহকরা এতে ক্ষুব্ধ। তারা ৩০ ডিসেম্বর ভিক্টোরিয়া হাউসের সামনে বিক্ষোভ দেখায়। ঘোষণার প্রতিলিপিতে অগ্নিসংযোগ করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ চৌধুরী। স্থগিত বিল মকুবের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য তিনি গ্রাহকদের প্রতি আহ্বান জানান।

(গণদাবী-৭৩ বর্ষ ১৬ সংখ্যা_৮ জানুয়ারি, ২০২১)