Breaking News

রোকেয়া নারী উন্নয়ন সমিতির সভা

নারী নির্যাতন ও সমস্ত ধরনের অন্যায় কার্যকলাপের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে ১৮ ডিসেম্বর মুর্শিদাবাদ জেলায় রোকেয়া নারী উন্নয়ন সমিতির বাৎসরিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয় বহরমপুর রোকেয়া ভবনে। তালাক, বহুবিবাহ সহ সার্বিক নারী নির্যাতনের বিরুদ্ধে এবং পিছিয়ে পড়া অসহায় নারীর সন্তানদের ফ্রি কোচিং, বাল্যবিবাহে মাঝপথে পড়া বন্ধ হওয়া নারীদের নিয়ে বয়স্ক শিক্ষাকেন্দ্র, বিনা ব্যয়ে সেলাই ট্রেনিং, বিনা ব্যয়ে আইনি পরিষেবা, দুঃস্থ নারীদের শীতে কম্বল ও গরমে শাড়ি বিতরণ, নিয়মিত ব্লক ও জেলা প্রশাসনের কাছে নারীদের অধিকারের দাবিতে আন্দোলন সহ বহুবিধ কাজ সমিতি করে চলেছে। সভা থেকে সমিতির সভাপতি নির্বাচিত হন প্রাক্তন প্রধান শিক্ষিকা কাবেরী বিশ্বাস ও সম্পাদক নির্বাচিত হন খাদিজা বানু। দ্বিতীয় অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংগ্রামে এগিয়ে যাওয়া মানুষদের সম্মানিত করা হয়।