রেশন দুর্নীতি রুখে দিলেন বাওয়ালির মানুষ

প্রতিকী ছবি

৯ এপ্রিল। বজবজের দক্ষিণ বাওয়ালির রেশন দোকানে প্রায় দুশো’র বেশি মানুষের ভিড়। জন প্রতি ৩ কেজি করে আটা দেওয়ার কথা। অথচ দেখা নেই ডিলারের।

এলাকার মানুষ খবর দেন এস ইউ সি আই (সি)-র লোকাল সম্পাদক বাসুদেব কাবড়িকে। কমরেড কাবড়ি ঘটনাস্থলে পৌঁছে রেশন ডিলারকে ফোন করলে ডিলার জানিয়ে দেন, আজ বিভিন্ন কারণে রেশন দেওয়া সম্ভব নয়। ফোনে কিছু তর্ক-বিতর্ক হয়। এবার কমরেড কাবড়ি একে একে শাসক দলের বিভিন্ন স্তরের নেতাদের ফোন করেন। উত্তেজিত জনতা দেখে, কেউই ফোন ধরেনি।

গরিব মানুষের এই অসহায় মুহূর্তে, শেষ পর্যন্ত কমরেড কাবড়ি থানার আই সি-কে ফোন করে সমস্ত বিষয় জানান এবং প্রতিকার দাবি করেন। অন্যথায় পরিস্থিতি অন্য দিকে মোড় নিতে পারে বলে তিনি হুঁশিয়ারি দেন।

আই সি উত্তেজিত জনতাকে শান্ত রাখার জন্য কমরেড কাবড়িকে অনুরোধ করেন ও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এবার ঘটনা দ্রুত গড়াতে থাকে। তড়িঘড়ি রেশন ডিলার, খাদ্য দপ্তর ও প্রশাসনের অফিসাররা হাজির হন। রেশনদেওয়া শুরু হয়। কমরেড কাবড়ি উপস্থিত থেকে শান্তিপূর্ণ ভাবে সবাইকে রেশন নিতে সাহায্য করেন। গ্রামবাসী দলের এই ভূমিকার জন্য অভিনন্দন জানায়।