রেল সহ রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের বেসরকারিকরণ প্রতিরোধে আন্দোলনের নাগরিক মঞ্চ গঠিত

রেল, প্রতিরক্ষা সহ অন্যান্য সরকারি বিভাগ এবং ব্যাঙ্ক, বিমা, বিদ্যুৎ, তৈলক্ষেত্র, কয়লা ইত্যাদি রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের শিল্পগুলি বেসরকারিকরণ, মূল্যবৃদ্ধি সহ সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে ২২ সেপ্টেম্বর শিয়ালদহ স্টেশন চত্বরে রেলের কর্মী সংগঠন, হকার সংগঠন, পরিচারিকা সংগঠন, যাত্রী সমিতি সহ কয়েকটি নাগরিক সংগঠনের উদ্যোগে এক নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ বিজ্ঞান বেরা। বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ, চিকিৎসক নেতা ডাঃ তরুণ মণ্ডল, গণআন্দোলনের নেতা চণ্ডীদাস ভট্টাচার্য, শ্রমিক নেতা অশোক দাস, নন্দ পাত্র, ইস্টার্ন রেলওয়ে মেনস ইউনিয়নের নেতা কৃষ্ণেন্দু মুখার্জী প্রমুখ। এই বেসরকারিকরণের নীতি কীভাবে শ্রমিক ও জনগণের জীবনে সর্বনাশ ডেকে আনবে বক্তারা তা তুলে ধরেন। বিজেপি সরকারের বেসরকারিকরণের নীতির বিরুদ্ধে সংগঠিত নাগরিক প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে ডাঃ তরুণ মণ্ডলকে কনভেনর করে একটি বেসরকারিকরণ বিরোধী নাগরিক মঞ্চ গঠিত হয়। কনভেনশন থেকে এক প্রতিনিধি দল শিয়ালদহ ডিআরএম-এর কাছে স্মারকলিপি জমা দেন। ২৫ সেপ্টেম্বর গ্রামীণ ভারত বনধের সমর্থনে একটি প্রস্তাব গৃহীত হয়।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ৭ সংখ্যা_২৮ সেপ্টেম্বর, ২০২০)