Breaking News

রেল রুট বন্ধের হুমকি, প্রতিবাদে মধ্যরাতেই এসইউসিআই(সি)–র বিক্ষোভ

এ রাজ্যের ৮টি রেল রুট বন্ধের প্রস্তাবের তীব্র বিরোধিতা করে ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার (জিএম)–কে ১৯ জানুয়ারি রাত আড়াইটার সময় স্মারকলিপি দিল এস ইউ সি আই (সি) দক্ষিণ ২৪ পরগণা জেলার এক প্রতিনিধি দল৷ জিএম শিয়ালদহ–নামখানা শাখা পরিদর্শন করতে লক্ষ্মীকান্তপুরে পৌঁছালে জয়নগরের প্রাক্তন বিধায়ক তরুণকান্তি নস্করের নেতৃত্বে প্রতিনিধি দল তাঁর সাথে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি দেন৷ প্রতিনিধি দলে ছিলেন বাদল সর্দার, প্রবীর বৈদ্য, মঙ্গল মুখার্জি, বলরাম কয়াল, প্রবীর দাস, গৌতম মণ্ডল৷ এ ছাড়াও প্রায় ১৫০ জন মানুষ উপস্থিত ছিলেন৷

প্রতিনিধি দলের তরফ থেকে রেল পরিবহণকে লাভ–ক্ষতির বিষয় হিসাবে না দেখে পরিষেবা হিসাবে দেখার দাবি করা হয়৷ জিএম উত্তরে বলেন, রেল দপ্তরের ঐ চিঠি নাকি বার্ষিক রুটিন বিষয় এবং তিনি কোনও ভাবেই রুট বন্ধ না করার আশ্বাস দেন৷ এরপর নিউ গডিয়া ও শিয়ালদহ থেকে ট্রেনের সংখ্যা বাড়ানো, সমস্ত স্টেশনে প্ল্যাটফর্মের উচ্চতা বাড়ানো, জয়নগর থেকে রায়দিঘি ও মৈপীঠ ভায়া জামতলা, নামখানা থেকে বকখালি, কাকদ্বীপ থেকে সাগর, ক্যানিং থেকে ঝড়খালি ও গদখালি, তালদি থেকে জীবনতলা ও ঘটকপুকুর হয়ে শিয়ালদা প্রভৃতি রেললাইন সম্প্রসারণের দাবি করা হয়৷ এ ছাড়া বিভিন্ন প্ল্যাটফর্মে শৌচালয়, লাইট–ফ্যান, স্টেশনগামী রাস্তা, ওভারব্রিজ প্রভৃতি সংস্কারের দাবি করা হয়৷ জিএম দাবিগুলি পূরণের আশ্বাস দেন৷