রেল বেসরকারিকরণের বিরুদ্ধে রেলমন্ত্রীকে চিঠি এ আই ইউ টি ইউ সি–র

এ আই ইউ টি ইউ সি–র পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড অশোক দাস বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের শ্রমিকস্বার্থ ও জনস্বার্থ বিরোধী রেল বেসরকারিকরণের বিরুদ্ধে রেলমন্ত্রীকে ৩১ জুলাই এক চিঠিতে উল্লেখ করেন– জনগণের সম্পত্তি এবং দেশের বৃহত্তম পরিবহণ ব্যবস্থা রেলকে কেন্দ্রের মোদি সরকার বেসরকারি মালিকদের কাছে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত কার্যকরী করতে ১০৯টি রুটের ১৫১টি ট্রেনকে বেসরকারিকরণের জন্য টেন্ডার দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে৷ এছাডাও সম্প্রতি ঘোষণা করেছে ৫০ শতাংশ শূন্যপদ বিলোপ করা হবে৷ নতুন পদে নিয়োগ করা হবে না৷ লক্ষ লক্ষ একর রেলের জমি ও কলোনি বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে৷ আমরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি৷ রেলের বেসরকারিকরণের প্রতিবাদে সংগঠনের সর্বভারতীয় কমিটির আহ্বানে ওই দিন  পূর্ব রেল ও দক্ষিণ–পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এবং রাজ্যের সমস্ত ডিআরএম–এর মাধ্যমে রেলমন্ত্রীর নিকট দাবিপত্র পাঠানো হয়৷ অবিলম্বে রেলের বেসরকারিকরণের সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে সমস্ত রেল কর্মচারী ও জনগণকে ঐক্যবদ্ধ  করে বৃহত্তর আন্দোলন গডে় তোলা হবে৷