Breaking News

রেল কারখানা বেসরকারিকরণের তীব্র বিরোধিতায় এআইইউটিইউসি

সম্প্রতি কেন্দ্রীয় সরকার রেলের সঙ্গে যুক্ত সাতটি কারখানাকে (প্রোডাকশন ইউনিট) কর্পোরেট কোম্পানিতে পরিণত করার কথা ঘোষণা করেছে৷ এ আই ইউ টি ইউ সি–র সাধারণ সম্পাদক কমরেড শংকর সাহা এই অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, ডিজেল লোকোমেটিভ ওয়ার্কস সহ রেলের সমস্ত উৎপাদন কেন্দ্রগুলিকে সরকারি দপ্তরের বদলে কর্পোরেট কোম্পানিতে পরিণত করার ফলে এই সব কারখানায় কর্মরত শ্রমিক কর্মচারীরা সরকারি কর্মচারীর মর্যাদা হারাবেন৷ সরকারি দপ্তরকে কর্পোরেট কোম্পানিতে পরিণত করা বাস্তবে বেসরকারিকরণের পথেই পদক্ষেপ৷

তিনি বলেন, দেশের মানুষের কষ্টার্জিত অর্থে গড়া সরকারি কোষাগার আর রেলকর্মচারীদের কঠিন পরিশ্রমে গড়া বিশ্বের বৃহত্তম রেলওয়ে ব্যবস্থাকে দেশি–বিদেশি মালিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে৷ বিজেপি সরকারের এই কর্পোরেট তোষণ নীতির বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান কমরেড শংকর সাহা৷

(গণদাবী : ৭১ বর্ষ ৪৮ সংখ্যা)