Breaking News

রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের বিরুদ্ধে  মধ্যপ্রদেশে প্রতিবাদ সপ্তাহ পালন ডিওয়াইও–র

সারা দেশের মতো মধ্যপ্রদেশও ভয়াবহ বেকার সমস্যায় জ্বলছে৷ শূন্য পদে নিয়োগ হচ্ছে না৷ এর উপর জনগণের টাকায় তৈরি রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বেসরকারিকরণ করছে কেন্দ্রীয় সরকার৷ এসবের বিরুদ্ধে এআইডিওয়াইও মধ্যপ্রদেশ রাজ্য কমিটির ডাকে ২৬–৩০ নভেম্বর প্রতিবাদ সপ্তাহ পালিত হয়৷ গুনা, ভোপাল, গোয়ালিয়র, ইন্দোর, আরন সহ রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদ মিছিল হয়৷ দাবি ওঠে, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বেসরকারিকরণ করা চলবে না, রাজ্যের সরকারি দপ্তরগুলিতে অবিলম্বে সমস্ত শূন্যপদে নিয়োগ করতে হবে, প্রতিযোগিতামূলক ও ভর্তি পরীক্ষাগুলির জন্য ফি ধার্য করা চলবে না, সরকারি দপ্তরগুলিতে ঠিকা ও অস্থায়ী কর্মচারীদের অবিলম্বে স্থায়ীকরণ করতে হবে, উচ্চ–মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শুরু করতে হবে, প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য অতি শীঘ্র বিজ্ঞাপন প্রকাশ করতে হবে৷

(গণদাবী : ৭২ বর্ষ ১৮ সংখ্যা)