Breaking News

রাজ‍্য জুড়ে খাদ‍্য আন্দোলন ও মূল‍্যবৃদ্ধি-ভাড়াবৃদ্ধি আন্দোলনের শহিদ স্মরণ

১৯৫৯ সালের ৩১ আগস্ট খাদ্য আন্দোলনে কংগ্রেস সরকারের পুলিশী অত্যাচারে ৮০ জন মানুষ শহিদ হন। তাঁদের স্মরণে সুবোধ মল্লিক স্কোয়ারে মূল শহিদ বেদিতে পুলিশ মাল্যদান করতে না দেওয়ায় গেটের বাইরে বেদিতে মাল্যদান করেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মানব বেরা সহ নেতৃবৃন্দ।

১৯৯০ সালের ৩১ আগস্ট মূল্যবৃদ্ধি-ভাড়াবৃদ্ধি বিরোধী আন্দোলনে সিপিএম সরকারের পুলিশের গুলিতে নিহত হন দলের কিশোর কর্মী কমরেড মাধাই হালদার। রানি রাসমণি অ্যাভিনিউয়ে তাঁর শহিদ বেদিতে মাল্যদান করেন কমরেড মানব বেরা, কমরেড সুব্রত গৌড়ী ও অন্য নেতৃবৃন্দ।