রাজ্য জুড়ে আমানতকারী ও এজেন্টদের পথ অবরোধ

অল বেঙ্গল চিট ফান্ড ডিপোজিটারস অ্যান্ড এজেন্ট ফোরামের উদ্যোগে ২৭ ডিসেম্বর মুর্শিদাবাদ জেলার ইসলামপুর, কান্দি, বহরমপুর গির্জামোড়, দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপ, ঘটকপুকুর, উত্তর ২৪ পরগণার বসিরহাট, বনগাঁ, হাবড়া, ব্যারাকপুর, নদিয়ার কৃষ্ণনগর, উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া, পূর্ব মেদিনীপুরের দেউলিয়া বাজার, চণ্ডীপুর সহ রাজ্যের ১৫টি জায়গায় রেল ও সড়ক অবরোধ হয়৷ আমানতকারীদের টাকা ফেরত ও এজেন্টদের সুরক্ষা সহ ৬ দফা দাবিতে বেলা ১টা থেকে এক ঘন্টা অবরোধ হয়৷ হাজার হাজার আমানতকারী ও এজেন্ট অবরোধে সামিল হন৷ ফোরামের সভাপতি রূপম চৌধুরী এক বিবৃতিতে জানিয়েছেন, হাইকোর্টের অর্ডার অনুযায়ী ১৮১টা কোম্পানির টাকা সরকার অবিলম্বে ফেরত দেওয়ার ব্যবস্থা না করলে, ২৯ জানুয়ারি নবান্ন ঘেরাও হবে৷