রাজ্যে রাজ্যে কমরেড শিবদাস ঘোষ স্মরণ দিবস পালিত

কেরালা সমাবেশে বক্তব্য রাখছেন কমরেড কে রাধাকৃষ্ণ

৫ আগস্ট এ যুগের বিশিষ্ট মার্কসবাদী চিন্তানায়ক, সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষের ৪২ তম স্মরণ দিবস উপলক্ষে সারা দেশে প্রায় সব রাজ্যে সভা অনুষ্ঠিত হয়৷ গত সংখ্যায় গণদাবীতে তার কয়েকটি সংবাদ প্রকাশ করা হয়েছিল৷ এবার আরও কিছু রাজ্যে অনুষ্ঠিত সভার সংবাদ প্রকাশ করা হল৷

 কেরালা : এর্নাকুলামের আধিয়াপাকা ভবনে ৫ আগস্টের সভায় প্রধান বক্তা ছিলেন দলের কর্ণাটক রাজ্য কমিটির সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড কে রাধাকৃষ্ণ৷ সভাপতিত্ব করেন কেরালা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড ভি ভেনুগোপাল৷

কেরালা

কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কেরালা রাজ্য সম্পাদক কমরেড সি কে লুকোস অসুস্থতার জন্য সভায় উপস্থিত থাকতে পারেননি৷ তাঁর লিখিত বার্তা পাঠ করেন কমরেড আর কুমার৷ এ ছাড়াও বক্তব্য রাখেন কেরালা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড জয়সন যোশেফ এবং কমরেড টি কে সুধীর কুমার৷ কমরেড রাধাকৃষ্ণ তাঁর ভাষণে পুঁজিবাদ–সাম্রাজ্যবাদের বিশ্বজোড়া সংকটের চিত্র তুলে ধরেন৷ তিনি বলেন, ভারতের শাসক পুঁজিপতি শ্রেণি নিজেদের সংকটের বোঝা সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে৷ পুঁজিপতি শ্রেণির সেবাদাস বিজেপি শোষিত জনসাধারণের ঐক্যে ফাটল ধরানোর মতলবে ধর্মীয় বিদ্বেষ, যুক্তিহীনতার পরিবেশ তৈরি করছে৷

মানুষের জীবনের চূড়ান্ত সংকট এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যখন শক্তিশালী বাম–গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা দরকার ছিল, সিপিআই–সিপিআইএমের মতো দলগুলি সে পথে না গিয়ে নির্বাচনী লাভের হিসাব কষে পুঁজিপতিদের সবচেয়ে বিশ্বস্ত দল কংগ্রেসের সঙ্গে নানা ছুতোয় ঐক্যের দিকে যাচ্ছে৷ এই পরিস্থিতির মোকাবিলায় কমরেড শিবদাস ঘোষের আদর্শে শ্রেণি এবং গণসংগ্রামকে তীব্রতর করার আহ্বান তিনি জানান৷

বিহার : পাটনার আদালতগঞ্জে ৭ আগস্ট কমরেড শিবদাস ঘোষ স্মরণে সভা অনুষ্ঠিত হয়৷ প্রধান বক্তা  ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সত্যবান৷ বিহার রাজ্য সম্পাদক কমরেড অরুণকুমার সিং সভাপতিত্ব করেন৷

কৃষক আত্মহত্যার ক্রমবর্ধমান সংখ্যা তুলে ধরে কমরেড সত্যবান দেশের সাধারণ মানুষের জীবনের ভয়াবহ সংকট কীভাবে সর্বগ্রাসী হয়ে উঠছে তা দেখান৷ তিনি বলেন, ভারত নারীদের কাছে সবচেয়ে বিপজ্জনক দেশে পরিণত হয়েছে৷ দলিত, সংখ্যালঘু সহ সমস্ত দুর্বলতর অংশের মানুষের উপর ভয়াবহ আক্রমণ চলছে৷ গো–রক্ষার নামে চলছে নরহত্যার তাণ্ডব৷ অত্যাচারিত, পীড়িত মানুষকে কমরেড শিবদাস ঘোষের চিন্তার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি৷

বিজেপি–জেডিইউ সরকারকে ভোটে হারিয়ে আরজেডি কিংবা কংগ্রেসকে ক্ষমতায় বসালেও যে সমস্যার সমাধান হবে না তা তুলে ধরেন কমরেড অরুণ কুমার সিং৷

হরিয়ানা

হরিয়ানা : কুরুক্ষেত্রের পাল গাডরিয়া ধর্মশালায় ৫ আগস্ট অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিশিষ্ট শ্রমিক নেতা কমরেড শঙ্কর সাহা কমরেড শিবদাস ঘোষের বিপ্লবী শিক্ষার ভিত্তিতে গণসংগ্রাম–শ্রেণিস গড়ে তোলার আহ্বান জানান৷ হরিয়ানা রাজ্য সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সত্যবান ছিলেন অন্যতম বক্তা৷ কুরুক্ষেত্র জেলা সম্পাদক কমরেড রোশন লাল সভায় সভাপতিত্ব করেন৷

গুজরাট : ৫ আগস্ট আমেদাবাদে কমরেড শিবদাস ঘোষ স্মরণ সভায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু মানুষ যোগ দেন৷ প্রধান বক্তা কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ছায়া মুখার্জী বলেন, মানুষের দুঃখ–দুর্দশা নিয়ে হাহুতাশ আর নিছক সদিচ্ছা দিয়ে কোনও সমস্যার সমাধান করা যাবে না৷ এর জন্য মার্কসবাদ–লেনিনবাদ নির্দেশিত পথে কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারার ভিত্তিতে কঠোর–কঠিন সংগ্রাম গড়ে তুলতে হবে৷ গুজরাট রাজ্য সম্পাদক কমরেড দ্বারিকা রথ সভাপতিত্ব করেন৷

তামিলনাড়ু : মহান নেতা কমরেড শিবদাস ঘোষ স্মরণ দিবস উপলক্ষে ৬ আগস্ট থেনিতে একটি সভা অনুষ্ঠিত হয়৷ সভাপতিত্ব করেন রাজ্য সংগঠনী কমিটির সম্পাদক কমরেড এ রেঙ্গাসামি৷ কমরেডস ভি পি নন্দকুমার, অনাবরতন এবং সত্যমূর্তি মঞ্চে উপস্থিত ছিলেন৷ প্রধান বক্তা, পার্টির স্টাফ মেম্বার কমরেড কে শ্রীধর তাঁর বক্তব্যে বলেন, শাসক শ্রেণির দলগুলি নানা রকম প্রতিশ্রুতি দিয়ে চলেছে৷ সেগুলি দু’ধরনের৷ মালিকদের প্রতি, যেগুলিকে সরকার যেনতেন প্রকারে কার্যকর করে চলেছে৷ আর জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলির কোনওটাই কার্যকর করছে না৷

অন্ধ্রপ্রদেশ : রাজ্য সংগঠনী কমিটির উদ্যোগে ১১ আগস্ট বিশাখাপত্তনমে স্মরণসভা অনুষ্ঠিত হয়৷ কমিটির সদস্য কমরেড এস গোবিন্দরাজুলু সভাপতিত্ব করেন৷ বক্তব্য রাখেন কমরেড কে শ্রীধর এবং অন্ধ্রপ্রদেশ রাজ্য সম্পাদক কমরেড বি এস অমরনাথ৷

কর্ণাটক : বাঙ্গালোরে অনুষ্ঠিত ৬ আগস্টের স্মরণসভায় রাজ্য কমিটির সদস্য কমরেড কে উমা বলেন, এ দেশের আপসহীন ধারার স্বাধীনতা সংগ্রামী কমরেড শিবদাস ঘোষ বুঝেছিলেন, গণমুক্তির জন্য প্রয়োজনীয় প্রকৃত সাম্যবাদী দল এ দেশে নেই৷ তিনি সেই দল গড়ে তোলার সুকঠিন দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন৷ পুঁজিবাদ বিরোধী সমাজতান্ত্রিক বিপ্লব সফল করতে এস ইউ সি আই (সি)–কে শক্তিশালী করার জন্য কমরেড উমা সকলের কাছে আহ্বান জানান৷

মহারাষ্ট্র : এস ইউ সি আই (সি) মুম্বই সংগঠনী কমিটি আয়োজিত স্মরণসভা অনুষ্ঠিত হয় ১১ আগস্ট কল্যাণে৷ সভাপতিত্ব করেন কমিটির সম্পাদক কমরেড অনিল ত্যাগী৷ প্রধান বক্তা ছিলেন গুজরাট রাজ্য কমিটির সম্পাদক কমরেড দ্বারিকানাথ রথ৷ তিনি তাঁর ভাষণে আসামে ধর্মীয় ও ভাষিক সংখ্যালঘু প্রায় ৪০ লক্ষ ভারতীয়ের নাম নাগরিকপঞ্জি থেকে বাদ দেওয়ার তীব্র প্রতিবাদ করেন৷ কমরেডস যোগেন্দ্র কুলশ্রেষ্ঠ ও জয়রাম বিশ্বকর্মা তাঁদের ভাষণে চাকরিতে মারাঠিদের জন্য সংরক্ষণ, দলিত নিপীড়ন এবং পরিযায়ী শ্রমিক সমস্যার উল্লেখ করে বলেন, এগুলির উৎস পুঁজিবাদী ব্যবস্থা৷ এর থেকে মুক্তির একমাত্র পথ সমাজতান্ত্রিক বিপ্লব সফল করার কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি৷

ঝাড়খণ্ড

ঝাড়খণ্ড : এ যুগের অন্যতম শ্রেষ্ঠ মার্কসবাদী দার্শনিক কমরেড শিবদাস ঘোষ স্মরণসভা অনুষ্ঠিত হয় ৫ আগস্ট ঘাটশিলায় মার্কসবাদ– লেনিনবাদ–শিবদাস ঘোষ চিন্তাধারা অনুশীলন কেন্দ্রে৷ ঝাড়খণ্ড রাজ্য কমিটির সদস্য এবং এ আই ইউ টি ইউ সি–র রাজ্য সম্পাদক কমরেড কে পি সিং সভাপতিত্ব করেন৷ প্রধান বক্তা ছিলেন রাজ্য সম্পাদক কমরেড রবীন সমাজপতি৷

পুদুচেরি : কমরেড শিবদাস ঘোষ স্মরণ দিবস উপলক্ষে ৮ আগস্ট পুদুচেরিতে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন কমরেড কে শ্রীধর, সভাপতিত্ব করেন পুদুচেরি রাজ্য প্রস্তুতি কমিটির সম্পাদক কমরেড লেনিন দুরাই৷ কমিটির অন্যতম সদস্য কমরেড মুত্তু বক্তব্য রাখেন৷

পাঞ্জাব : সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষ স্মরণসভা ১২ আগস্ট অনুষ্ঠিত  হয় বুঢলাডায়৷ সভাপতিত্ব করেন দলের রাজ্য কমিটির ইনচার্জ কমরেড অমরিন্দরপাল সিং৷ প্রধান বক্তা ছিলেন দলের মধ্যপ্রদেশ রাজ্য সম্পাদক কমরেড প্রতাপ সামল৷

ওড়িশা

(৭১ বর্ষ ৫ সংখ্যা ৩১ আগস্ট, ২০১৮)