Breaking News

রাজ্যের নির্বাচিত সরকারের মন্ত্রী-বিধায়কদের গ্রেপ্তার প্রতিহিংসামূলক

রাজ্যের মন্ত্রী-বিধায়কদের গ্রেপ্তার সম্পর্কে এসইউসিআই(সি) রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ১৭ মে এক বিবৃতিতে বলেন,

‘দেশ ও রাজ্য জুড়ে কোভিড সংক্রমণের বর্তমান ভয়াবহ পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারের অপরাধপূর্ণ অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতা যখন মূলত দায়ী তখন প্রয়োজন ছিল দলমত নির্বিশেষে যুক্তভাবে এর বিরুদ্ধে দাঁড়ানো। তা না করে একদিকে রাজ্যপাল বিজেপি নেতার মতো সফর করছেন, অন্যদিকে প্রকৃত বিচার প্রক্রিয়া অনুসরণ করে অপরাধ প্রমাণের পর গ্রেপ্তার ও শাস্তিদানের আইনি পদ্ধতি মেনে চলার পরিবর্তে কেন্দ্রীয় সরকারও তার এজেন্সি দিয়ে রাজ্যের নির্বাচিত সরকারের মন্ত্রী বিধায়কদের গ্রেপ্তার করাচ্ছে। এসবই নির্বাচনে বিজেপির পরাজয়ের পর প্রশাসনিক বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে করা হচ্ছে। এগুলি বিজেপির প্রতিহিংসামূলক আচরণের প্রকাশ। আমরা বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের প্রতি তীব্র ধিক্কার জানাচ্ছি।

গণদাবী ৭৩ বর্ষ ৩৩ সংখ্যা