Breaking News

রাজ্যপালকে ডেপুটেশন এআইএমএসএস-এর

অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে ২১ ডিসেম্বর এক প্রতিনিধিদল রাজ্যপালের কাছে স্মারকলিপি দেন। রাজ্য সম্পাদক কল্পনা দত্ত, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রুনা পুরকাইত, স্বপ্না দাশগুপ্ত সহ ৮ জনের এক প্রতিনিধিদল এই স্মারকলিপি দিতে যান। রাজ্যপালের অনুপস্থিতিতে তাঁর অফিস এই স্মারকলিপি গ্রহণ করে। বিভিন্ন জেলা থেকে প্রায় ২৫ হাজার গণস্বাক্ষর সংগ্রহ করা হয় দু ‘সপ্তাহ ধরে। এ ছাড়াও অন লাইনে সই সংগ্রহ করা হয়। কেন্দ্রীয় সরকারের মানুষ মারা কৃষি বিল সম্পূর্ণ প্রত্যাহার, বিদ্যুৎ বিল সংশোধনী ২০২০ প্রত্যাহার, মদ নিষিদ্ধ করা ও নারীর নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এই স্মারকলিপি। সম্পাদক জানান,আমরা রাজ্যপালকে বিষয়গুলিতে হস্তক্ষেপের দাবি জানিয়েছি। দিল্লিতে আমাদের সংগঠনের প্রতিনিধিরা কৃষক আন্দোলনকারীদের পাশে রয়েছেন। আন্দোলন সফল করার জন্য আমাদের লড়াই চলবে।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ১৪ সংখ্যা_২৫ ডিসেম্বর, ২০২০)