রাজপথে নার্সেস ইউনিটি

বেতন বৈষম্য নিরসনের দাবিতে ও আন্দোলনরত নার্সদের অন্যায়ভাবে বদলির বিরুদ্ধে নার্সেস ইউনিটির নেতৃত্বে এস এস কে এম হাসপাতালের নার্সদের আন্দোলন ১২ নভেম্বর থেকে চলছে। চলছে রিলে অনশন। অথচ সরকারের পক্ষ থেকে কোনও প্রতিনিধি আন্দোলনকারীদের সাথে দেখা করেননি। সরকারের এই ভূমিকার প্রতিবাদে ২৭ নভেম্বর ১০ হাজার নার্সিং স্টাফের এক বিশাল মিছিল এস এস কে এম থেকে শুরু হয়ে মিন্টো পার্ক-এক্সাইড মোড় হয়ে এস এস কে এম-এ এসে শেষ হয়। সংগঠনের নেত্রী ভাস্বতী মুখার্জী বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রুনা পুরকাইতের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল ২২ নভেম্বর অনশন মঞ্চে যান এবং বক্তব্য রাখেন।