Breaking News

মৌড়িগ্রামে বিনাব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির

‘পথের দাবী’ ট্রাস্টের উদ্যোগে ২৪ জুন বিনাব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় হাওড়ার মৌড়িগ্রামে ট্রাস্টের নিজস্ব কার্যালয় ‘শংকর রায়চৌধুরী স্মৃতি ভবনে’৷ শিবিরে অংশ নিয়েছিলেন সর্বভারতীয় স্বেচ্ছাসেবী সংস্থা মেডিকেল সার্ভিস সেন্টার এবং ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা৷

শিবির উদ্বোধন করেন অধ্যাপক বিশ্বরঞ্জন প্রধান৷ উপস্থিত ছিলেন ডাঃ কিষাণ প্রধান, ডাঃ ভরতচন্দ্র দাস, ডাঃ অরবিন্দ বেরা, ডাঃ রিজাবুল হোসেন মল্লিক সহ বেশ কয়েকজন চিকিৎসক৷ ট্রাস্টের পক্ষ থেকে তাপস বেরা তাঁদের সামাজিক কাজকর্মের বিবরণ দেন৷

পথের দাবী ট্রাস্ট দুঃস্থ ছাত্রছাত্রীদের জন্য যে বিদ্যাসাগর ফ্রি কোচিং সেন্টার পরিচালনা করে তার ছাত্রছাত্রীরা সহ এলাকার শতাধিক দুঃস্থ মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়৷ ব্লাড সুগার পরীক্ষা, ইসিজি ছাড়াও দাঁত ও জেনারেল মেডিসিন বিভাগের চিকিৎসা করা হয়৷

(৭০ বর্ষ ৪৬ সংখ্যা ৬ জুলাই, ২০১৮)