মোটরভ্যান চালকদের মালদা জেলা সম্মেলন

মোটরভ্যান চালকদের সরকারি লাইসেন্স, পরিবহণ কর্মী হিসাবে স্বীকৃতি, পুলিশি নির্যাতন বন্ধ, দুর্ঘটনা বিমা চালু করা সহ সাত দফা দাবিতে ২৪ সেপ্টেম্বর সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের আহ্বানে সপ্তম মালদা জেলা সম্মেলন অনুষ্ঠিত হল মালদা কলেজ অডিটোরিয়ামে৷ দেড় সহস্রাধিক ভ্যান চালক প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন৷ বিশেষ অতিথি বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক মহেশ্বর ভট্টাচার্য এবং এস ইউ সি আই (সি)–র জেলা নেতা কমরেড গৌতম সরকার৷ বক্তব্য রাখেন ইউনিয়নের রাজ্য সভাপতি কমরেড সুজিত ভট্টশালী, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জয়ন্ত সাহা, জেলা সম্পাদক কার্তিক বর্মন৷ সভাপতিত্ব করেন ইউনিয়নের জেলা সভাপতি অংশুধর মণ্ডল৷ সম্মেলনে এনআরসি এবং শ্রমিক স্বার্থবিরোধী শ্রম আইন সংশোধনের প্রতিবাদে প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়৷ অংশুধর মণ্ডলকে সভাপতি ও কার্তিক বর্মনকে সম্পাদক নির্বাচিত করে ৫৪ জনের কমিটি গঠন করা হয়৷ সম্মেলনে শেষে মোটরভ্যান চালকদের বিশাল মিছিল শহর পরিক্রমা করে৷

(গণদাবী : ৭২ বর্ষ ১০ সংখ্যা)