Breaking News

মোটরভ্যান চালকদের নদিয়া জেলা সম্মেলন

৭ সেপ্টেম্বর কৃষ্ণনগর পৌরসভা দ্বিজেন্দ্র মঞ্চে সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের নদীয়া জেলা চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সারা জেলা থেকে আড়াইশো জনেরও বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন৷ মোটরভ্যান চালাতে গিয়ে যে সব প্রশাসনিক ও আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়, প্রতিনিধিরা তাঁদের বক্তব্যে তা তুলে ধরেন৷ বক্তব্য রাখেন এ আই ইউ টি ইউ সি–র জেলা সম্পাদক কমরেড প্রবীর দে, জেলা সভাপতি কমরেড দীপক চৌধুরী, মোটরভ্যান চালক ইউনিয়নের রাজ্য সম্পাদক কমরেড অশোক দাস এবং রাজ্য সভাপতি কমরেড সুজিত ভট্টশালী৷ নেতৃবৃন্দ বলেন, রাজ্য সরকার মোটরভ্যান তুলে দিয়ে ই–রিক্সা চালু করতে চাইছে, যা দিয়ে মাল পরিবহণ করা যাবে না, তার দামও অনেক বেশি৷

সম্মেলনে আমির হোসেনকে সভাপতি, দীপক চৌধুরীকে সম্পাদক, মোসলেম গাজীকে কোষাধ্যক্ষ করে ৩৪ জনের জেলা কমিটি গঠিত হয়৷

(গণদাবী : ৭২ বর্ষ ৮ সংখ্যা)