মোবাইল রিচার্জের দাম বৃদ্ধির প্রতিবাদে ছাত্র-যুব বিক্ষোভ

বেসরকারি টেলিকম সংস্থাগুলি রিচার্জ ডাটা প্যাকের দাম যেভাবে বিপুল পরিমাণে বাড়িয়েছে তার প্রতিবাদে ২০ ডিসেম্বর বিক্ষোভ দেখায় এআইডিওয়াইও, এআইডিএসও। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, মোবাইল পরিষেবা আজ নিত্যপ্রয়োজনীয় আর পাঁচটা জিনিসের মতোই অপরিহার্য। অতিমারি পরিস্থিতিতে সাধারণ মানুষের আর্থিক পরিস্থিতি যখন খুবই খারাপ, ছাত্রছাত্রীদের সামনে অনলাইনে পড়াশোনা ছাড়া কোনও রাস্তা খোলা নেই, এমনকি বেকার কর্মপ্রার্থীদের চাকরির খোঁজ, তার আবেদনপত্র জমা দেওয়া এবং তার পড়াশোনাও যখন অনলাইন নির্ভর তখন এই পরিস্থিতির সুযোগ নিয়ে মুনাফার স্বার্থে জিও, ভোদাফোন সহ সমস্ত মোবাইল ফোন সার্ভিস প্রোভাইডার সংস্থাগুলির নেট প্যাক সহ রিচার্জের টাকা ২০-২৫ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে। সংস্থাগুলো আরও জানিয়ে দিয়েছে আগামী দিনে আরও মূল্যবৃদ্ধি ঘটবে। এ ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা ট্রাইয়ের সম্পূর্ণ নীরবতা মানুষকে অবাক করেছে। সরকারি টেলিফোন সংস্থা বিএসএনএলকে সুপরিকল্পিত ভাবে অকেজো করে দিয়ে দেশের টেলিকম সেক্টর বেসরকারি সংস্থাগুলিকে দিতে পূর্বতন কংগ্রেস সরকার সহ জিও-র ‘পোস্টার বয়’ নরেন্দ্র মোদি সরকার কাজ করে চলেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে হাজার হাজার কোটি টাকা মুনাফা করতে বিভিন্ন বেসরকারি টেলিকম সংস্থা একতরফা ব্যাপক দামবৃদ্ধি ঘটিয়েছে।

গণদাবী ৭৪ বর্ষ ২০ সংখ্যা ২৪ ডিসেম্বর ২০২১