Breaking News

মেদিনীপুরে বস্তিবাসীদের মাথা গোঁজার ঠাঁই আদায়

লাগাতার দশদিন পৌরসভা ও জেলাশাসক দপ্তরে দফায় দফায় অবস্থান বিক্ষোভ করে পুনর্বাসনের দাবি ছিনিয়ে নিল মেদিনীপুর শহরের নিবেদিতা পল্লীর বাসিন্দারা৷ গত ১৮ বছর ধরে ওই পল্লীতে বসবাস করছিলেন তাঁরা৷ গত বছর জানুয়ারি মাসে তাদের উচ্ছেদ করে দেয় পৌরসভা৷ তখন থেকেই তাদের লাগাতার আন্দোলনে বাধ্য হয়ে পৌরসভা ত্রিপল দেয় সমস্ত বাসিন্দাদের এবং ওখানেই টাঙিয়ে বসবাসের অনুমতি দেয়৷ এরপর আবার ২৬ ডিসেম্বর পৌরসভা মাইকে ঘোষণা করে ওই জায়গা ছাডার নির্দেশ দেয়৷ সেদিন থেকেই দফায় দফায় আন্দোলন চলে৷ সারা বাংলা পরিচারিকা সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা সহ সম্পাদিকা ভবানী চক্রবর্তীর নেতৃত্বে আন্দোলনের চাপে ৫ জানুয়ারি পৌরসভার চেয়ারম্যান তাদের ওই জায়গার পাশেই পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়ে বলেন ‘খুব শীঘ্রই সবাইকে জায়গা মেপে দেওয়া হবে’৷ এই সিদ্ধান্তে ঘর হারানোর আশঙ্কায় আশঙ্কিত বিউটি বেগম, কাজল কূইতি, সরস্বতী দাসদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়৷ ভবানী চক্রবর্তী বলেন, দীর্ঘ আন্দোলনে এই অসহায়রা তাদের মাথা গোঁজার ঠাঁই পেল৷ সংঘবদ্ধ আন্দোলনই যে দাবি ছিনিয়ে আনতে পারে তা আবার প্রমাণিত হল৷