মেদিনীপুরে কৃষক–খেতমজুর জবকার্ড হোল্ডারদের বিক্ষোভ

২০০০ টাকা কুইন্টাল দরে ধান কেনা, জবকার্ড হোল্ডারদের ২০০ দিন কাজ, দৈনিক ৩০০ টাকা মজুরি,   আবাস যোজনায় গরিবদের পাকা বাড়ি, বিধবা ভাতা–বার্ধক্য ভাতা প্রদান, কৃষিঋণ মকুব ইত্যাদি দাবিতে ২৬ আগস্ট পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরে অল ইন্ডিয়া কিষাণ–খেতমজদুর সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়৷ পাঁচশোরও বেশি কৃষক–খেতমজুর জবকার্ড হোল্ডার মেদিনীপুর শহর জুড়ে মিছিল করে ডিএম গেটে বিক্ষোভ দেখায় এবং পথ অবরোধ করে৷ নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক কমরেড প্রভঞ্জন জানা সহ সদের পড়িয়া, বঙ্কিম মুর্মু, বলরাম দাস প্রমুখ৷

(গণদাবী : ৭২ বর্ষ ৬ সংখ্যা)