মূল্যবৃদ্ধি রোধে ব্যর্থ বিজেপি সরকার বাঙ্গালোরে বিশাল মিছিল

জ্বালানির দাম প্রায় প্রতিদিন বাড়ছে। তিন মাসে গ্যাসের দাম ২০০ টাকার বেশি বেড়েছে। খাদ্যদ্রব্য, রান্নার তেল সহ সমস্ত নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। আর ক্ষমতাসীন বিজেপি সরকার সাধারণ মানুষকে কোনও সুরাহা না দিয়ে আম্বানি-আদানিদের মতো একচেটিয়া পুঁজিপতিদের ২ লক্ষ কোটি টাকার ঋণ মকুব করে দিল।

১৯ মার্চ বাঙ্গালোরের ফ্রিডম পার্কে এক বিশাল জনসভায় ক্ষোভের সাথে এ কথাগুলি বলেন, এস ইউ সি আই (সি)-র কর্ণাটক রাজ্য সম্পাদক কমরেড কে উমা। তিনি বলেন, লকডাউনে শ্রমিক-কৃষক-নিম্নবিত্ত-মধ্যবিত্ত মানুষ কাজ হারিয়েছেন। আয় তলানিতে। মানুষ অনাহারে-অর্ধাহারে হাহাকার করছে। এর পরেও বিজেপি সরকার লক্ষ লক্ষ মানুষের রেশন কার্ড বাতিল করে দিয়েছে, আধার সংযুক্তি হয়নি–এই তুচ্ছ অজুহাতে। এদিন হাজার হাজার মানুষ সিটি রেলওয়ে স্টেশন থেকে সুশৃঙ্খল মিছিল করে শহরের বিভিন্ন পথ ঘুরে ফ্রিডম পার্কে পৌঁছায়। সমাবেশে সভাপতিত্ব করেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড এম এন শ্রীরাম। মঞ্চে ছিলেন কমরেড এইচ ভি দিবাকর, রামানজানাপ্পা আলদালি, শশীধর, সোমশেখর, সুনীথকুমার প্রমুখ।