মিড ডে মিল প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির দাবিতে কলকাতায় মিছিল

70 Year 29 Issue 9 March 2018

রাজ্যের হাজার হাজার মিড ডে মিল কর্মী তাদের উপর ঘটে চলা শোষণ–বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এআইইউটিইউসি অনুমোদিত সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের নেতৃত্বে ২৭ ফেব্রুয়ারি সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিক্ষোভ মিছিলে সামিল হন৷ কেন্দ্রীয় সরকারের এবারের বাজেটে এক টাকাও বরাদ্দ বৃদ্ধি না করার প্রতিবাদে এবং ১৩ দফা দাবিতে তাঁরা সোচ্চার হন৷

তাঁরা দাবি তোলেন মিড–ডে মিল প্রকল্পকে এনজিও–র হাতে তুলে দেওয়া চলবে না৷ কেন্দ্রীয় সরকারের কালা বাজেটের প্রতিলিপি পোড়ানো হয়৷ রানি রাসমণি অ্যাভিনিউর বিক্ষোভ সমাবেশে  সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এআইইউটিইউসি–র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড অশোক দাস৷ সমাবেশের মূল বক্তা ছিলেন এআইইউটিইউসি–র রাজ্য সম্পাদক কমরেড দিলীপ ভট্টাচার্য৷ বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি সনাতন দাস, রাজ্য সম্পাদিকা চপলা বর, সহ সভাপতি সুশীল মিস্ত্রী, উত্তর ২৪ পরগণার বেলা পাল, মালদার তসলিমা বিবি, পশ্চিম মেদিনীপুরের কবিতা বেরা প্রমুখ নেতৃবৃন্দ৷ গৌতম দাস, শংকর বর ও অঞ্জলি মাইতির নেতৃত্বে যথাক্রমে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং শ্রমমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ করা হয়৷