মিড–ডে মিল কর্মীদের ১৩ দফা দাবিতে  প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে পোস্টকার্ড

বিগত বহু বছর কেন্দ্র বা রাজ্য কোনও সরকারই মিড–ডে মিল কর্মীদের এক পয়সাও বেতন বৃদ্ধি করেনি৷ খুবই অল্প বেতনে সারা ভারতে ২৭ লক্ষাধিক মিড–ডে মিল কর্মী সামাজিক দায়বদ্ধতায় হাড়ভাঙা পরিশ্রম করে এই প্রকল্পকে চালু রেখেছে৷

এত অমানুষিক পরিশ্রম করে এ রাজ্যের মিড–ডে মিল কর্মীরা পারিশ্রমিক পান মাসে ১৫০০ টাকা৷ এই পারিশ্রমিক পাওয়া যায় বছরে ১০ মাস৷ বাকি ২ মাসের টাকা দেওয়া হয় না গরমের ছুটি ও পুজোর ছুটির অজুহাতে৷ এই সামান্য টাকাও ৪–৫ মাস করে বাকি থাকে৷ কিন্তু হরিয়ানাতে পারিশ্রমিক দেওয়া হয় মাসে ৩৫০০ টাকা এবং কেরলে মাসে ৬৫০০ টাকা৷ কর্মীরা পি এফ–পেনশন, বোনাস সহ বিভিন্ন সামাজিক প্রকল্পের সুযোগ থেকেও বঞ্চিত৷

এই অসহনীয় বঞ্চনার বিরুদ্ধে ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে এআইইউটিইউসি অনুমোদিত সারা বাংলা মিড–ডে মিল কর্মী ইউনিয়ন৷ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নিকট দাবিপত্র নিয়ে পোস্টকার্ড প্রেরণ করা হবে ১৫ ডিসেম্বর পর্যন্ত৷ ২৭ ডিসেম্বর কলকাতায় বিক্ষোভ সমাবেশ ও আগামী ২৮ জানুয়ারি অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের একত্রে পার্লামেন্ট অভিযান৷ গাইঘাটার মিড ডে মিল কর্মীরা ১৭ নভেম্বর ১৩ দফা দাবিতে পোস্ট কার্ড পাঠান প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে৷

(৭১ বর্ষ ১৫ সংখ্যা ২৩ – ২৯ নভেম্বর, ২০১৮)