Breaking News

মিড-ডে মিল কর্মীদের বিক্ষোভ ও পথ অবরোধ

কেন্দ্র-রাজ্য সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত মিড ডে মিল প্রকল্পের কর্মীরা চরম বঞ্চনার শিকার। তাঁরা মাসে মাত্র ১৫০০ টাকা পান। তাও বছরে মাত্র ১০ মাস। তাঁদের কোনও প্রকার সামাজিক সুরক্ষা, পিএফ, পেনশন বা অবসরকালীন ভাতা দেওয়া হয় না।

‘সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন’ এর পক্ষ থেকে বহুবার কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে এই বঞ্চনার প্রতিবাদ জানানো হয়েছে। কোনও ফল হয়নি। এই কর্মীরা সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা পরিবার থেকে আসা মহিলা। বেশিরভাগ পরিবারের পুরুষ সদস্যরা পরিযায়ী শ্রমিক। করোনা পরিস্থিতিতে তাঁরাও কর্মহীন। মিড ডে মিল কর্মীদের বহু পরিবার অর্ধাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছেন। এই অবস্থায় ইউনিয়নের সদস্যরা হাওড়া গ্রামীণ জেলার ডাকে ১৯ অক্টোবর উলুবেড়িয়া স্টেশন থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিলে সামিল হন ও গরুহাটা মোড় অবরোধ করেন। পরে প্রশাসনের অনুরোধে মিছিল করে মহাকুমা অফিসের পাশে জমায়েত হয়ে একটি বিক্ষোভ সভা হয়। বক্তব্য রাখেন মিড ডে মিল কর্মীদের পক্ষে মমতা মণ্ডল, টুসি আরিন্ধ, অশোকা ধোলে ও অন্যরা। এ ছাড়াও এ আই ইউ টি ইউ সি-র সংগঠক নিখিল বেরা বক্তব্য রাখেন।

১৬ অক্টোবর শ্যামপুরে, আমতায় পথ অবরোধ, বিক্ষোভ মিছিল ও বিডি অফিসে ডেপুটেশনের কর্মসূচি হয়।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ১০ সংখ্যা_১০ নভেম্বর, ২০২০)