মিড-ডে মিল কর্মীদের ন্যায্য বেতনের দাবি গোয়ালপোখরে

মিড-ডে মিল কর্মীরা মাত্র ১৫০০ টাকা মাসিক ভাতা পান। তাও আবার বছরে দু’মাস বন্ধ থাকে। প্রতিদিন রান্নার কাজ এবং সকাল ১০.৩০ টা থেকে ৩.৩০ থেকে পর্যন্ত স্কুলে কাজ করতে হয়। কিন্তু এই শ্রমের মূল্য দিচ্ছে না সরকার। এরই প্রতিবাদে উত্তর দিনাজপুরের ২৪ ফেব্রুয়ারি মিড-ডে মিল কর্মীদের সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে ২০ জনের কমিটি গঠিত হয়। ওই কর্মীদের সারা বছর সরকারের আইনানুযায়ী ন‍্যূনতম ২১ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলনের অঙ্গীকার গ্রহণ করা হয়। উপস্থিত ছিলেন সারা বাংলা মিড-ডে মিল কর্মী ইউনিয়নের কোষাধ্যক্ষ শ্যামল রাম।

(গণদাবী : ৭২ বর্ষ ৩১ সংখ্যা)