Breaking News

মালদায় মোটরভ্যান চালকদের সমাবেশ

মোটরভ্যান ধরপাকড় বন্ধ, চালকদের সরকারি লাইসেন্স ও পরিবহণ শ্রমিক হিসাবে প্রদান স্বীকৃতি সহ ৭ দফা দাবিতে সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের নেতৃত্বে ৩১ ডিসেম্বর ২০১৮ ডি এম এবং এস পি–র নিকট ডেপুটেশন দেওয়া হয়৷

প্রায় সাত হাজার মোটরভ্যান চালকের বিশাল মিছিল মালদা টাউন হলের সামনে থেকে শহরের প্রধান রাস্তাগুলি পরিক্রমা করে ডি এম অফিসে পৌঁছায়৷ দীর্ঘ ২ ঘন্টার মিছিলে ৩৪ নম্বর জাতীয় সড়ক ও মালদা শহর অবরুদ্ধ হয়ে পড়ে৷ প্রথমে প্রশাসনের পক্ষ থেকে মোটরভ্যান ধরপাকড় বন্ধ করার প্রতিশ্রুতি দিতে না চাওয়ায় চালকরা তীব্র ক্ষোভে ফেটে পড়েন৷ তাঁদের অনমনীয় ও সংগ্রামী মেজাজের সামনে প্রশাসন পিছু হটে, থানায় আটকে রাখা মোটরভ্যান দ্রুত ছেড়ে দেওয়া এবং ধরপাকড় বন্ধ করার প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়৷ বিক্ষোভসভায় বক্তব্য রাখেন ইউনিয়নের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জয়ন্ত সাহা, জেলা সভাপতি অংশুধর মণ্ডল, গৌতম সরকার, মোটরভ্যান চালক আসামুদ্দিন সেখ, মনসুর আলি সহ আরও অনেকে৷ নেতৃবৃন্দ ৮–৯ জানুয়ারি সাধারণ ধর্মঘট সফল করার আহ্বান জানান৷

(গণদাবী : ৭১ বর্ষ ২২ সংখ্যা)