মালদায় মিড ডে মিল কর্মীরা আন্দোলনে

মিড ডে মিল কর্মীদের বেতন বৃদ্ধি, ১০ মাসের পরিবর্তে ১২ মাসের বেতন সহ ১৩ দফা দাবিতে ১৯-২৫ সেপ্টেম্বর দাবি সপ্তাহ পালনের ডাক দিয়েছে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন। কর্মসূচি সফল করার লক্ষ্যে ২৮ আগস্ট মালদার হরিশ্চন্দ্রপুরে তুলসীহাটা হাইস্কুলে একটি সভা হয়। বক্তব্য রাখেন ইউনিয়নের রাজ্য সম্পাদিকা সুনন্দা পণ্ডা, এআইইউটিইউসি-র মালদা জেলা সম্পাদক অংশুধর মণ্ডল, হরিশ্চন্দ্রপুর ইউনিটের সংগঠক সাথী চৌধুরী প্রমুখ। সুনন্দা পণ্ডা জানান, অন্যান্য রাজ্যে মিড ডে মিল কর্মীদের অনেক সুবিধা থাকলেও পশ্চিমবঙ্গ ব্যতিক্রম। মিড ডে মিল কর্মীদের দীর্ঘদিন ধরে বঞ্চনা করে আসছে রাজ্য সরকার। কর্মীদের অবিলম্বে সরকারি কর্মীর মর্যাদা দেওয়া, মিড ডে মিলের বেসরারিকরণ রদ, ন্যূনতম মাসিক বেতন ২১ হাজার টাকা করা সহ ১৩ দফা দাবি জানান তিনি। সরকার অবিলম্বে দাবিগুলি না মানলে সংগঠন বৃহত্তর আন্দোলনে যাবে বলে তিনি ঘোষণা করেন।