মানবাধিকার হরণের বিরুদ্ধে সোচ্চার বিশিষ্টরা

 

গুজরাট : ৭১ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস রাজ্যে রাজ্যে পালিত হল ১০ ডিসেম্বর৷ এদিন আমেদাবাদের সরদারবাগে ‘মুভমেন্ট ফর ডেমোক্রেসি’ মানবাধিকার সংক্রান্ত এক সভার আয়োজন করে৷ সংগঠনের আহ্বায়ক সাংবাদিক প্রকাশভাই শাহ, নির্ঝরিবেন সিনহা, সামসদ পাঠান, স্মিতা পাণ্ড্য সহ বিশিষ্টজনেরা দেশে মানবাধিকার লঙঘনের বিভিন্ন উদাহরণ তুলে ধরে আন্দোলনের আহ্বান জানান৷ সভা সঞ্চালনা করেন মীনাক্ষি যোশী৷ উপস্থিত ছিলেন দ্বারিকানাথ রথ৷

কলকাতা : ১০ ডিসেম্বর কলকাতার মৌলালি যুবকেন্দ্রে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানবাধিকার সংগঠন সিপিডিআরএস–এর আহ্বানে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস : বিপন্ন মানবাধিকার ও ধর্মনিরপেক্ষতা’ বিষয়ক নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়৷ কাশ্মীর সহ সারা দেশে যে ভাবে মানবাধিকার লংঘিত হচ্ছে এবং সাম্প্রতিক এনআরসি, ক্যাব সহ সমস্ত ক্ষেত্রে মানুষের গণতান্ত্রিক অধিকার যে ভাবে হরণ করা হচ্ছে, তার বিরুদ্ধে এই কনভেনশন অনুষ্ঠিত হয়৷ বক্তব্য রাখেন কলকাতা ও সিকিম হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জাস্টিস মলয়   সেনগুপ্ত,  বিশিষ্ট সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা অনিন্দিতা ঘোষাল, বিশিষ্ট চিত্র পরিচালক স্বাতী চক্রবর্তী, আসামের এনআরসি–বিরোধী আন্দোলনের প্রথম সারির নেতা সুরতজামান মণ্ডল (ছবিতে ভাষণরত) প্রমুখ৷ গুজরাটের বিশিষ্ট সাংবাদিক প্রকাশ ভাই শাহ, কাশ্মীর টাইমস পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক অনুরাধা ভাসিন, ঝাড়খণ্ডের চিত্র নির্মাতা মেঘনাথ প্রমুখ কনভেনশনের সাফল্য কামনা করে বার্তা পাঠান৷ সভাপতি ডাঃ সুভাষ দাশগুপ্ত ও সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণব দাশগুপ্ত মানবাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহ্বান জানান৷ বিচারপতি মলয় সেনগুপ্তকে সভাপতি ও অধ্যাপক গৌরাঙ্গ দেবনাথকে সম্পাদক করে কনভেনশন থেকে ১৮৪ জনের একটি শক্তিশালী কমিটি গঠিত হয়৷

(গণদাবী : ৭২ বর্ষ ১৯ সংখ্যা)