মাতৃভাষা উর্দুতে প্রশ্নপত্রের দাবিতে ছাত্রমিছিল

মাতৃভাষায় প্রশ্নপত্রের দাবিতে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কলকাতায় মিছিল করল উর্দুভাষী ছাত্রছাত্রীরা৷ ৫২’এর ভাষা আন্দোলনের শহিদ বেদিতে মাল্যদান ও সংক্ষিপ্ত আলোচনা সভার পর রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে নেতৃত্ব দেয় ‘অল বেঙ্গল স্টুডেন্টস স্ট্রাগল কমিটি’র ছাত্র নেতৃবৃন্দ৷ মিছিল শেষে দু’জন প্রতিনিধি মুখ্যমন্ত্রীকে গণস্বাক্ষরিত স্মারকলিপি দিতে নবান্ন যান৷

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক সৈয়দ হাসান, স্ট্রাগল কমিটির সম্পাদক সামসুল আলম, সহ–সম্পাদক গোলাম ওয়ারিশ, সভাপতি সুব্রত দাস সহ শতাধিক ছাত্রছাত্রী৷ সামসুল আলম বলেন, ‘‘উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি ভাষার সাথে উর্দু ভাষাতেও প্রশ্নপত্র দিতে হবে৷ উর্দুমাধ্যম বি এড কলেজ স্থাপন করতে হবে৷ স্কুলে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে৷ উর্দুতে উন্নত মানের পাঠ্যবই প্রকাশ করতে হবে৷ কলেজের পরীক্ষায় উর্দু ভাষায় লেখার সুযোগ দিতে হবে৷ এই ন্যায্য এবং সঙ্গত দাবিগুলির ভিত্তিতে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালাচ্ছি৷ কিছুদিন আগে শিক্ষামন্ত্রীকেও সমস্ত জানিয়ে স্মারকলিপি দিয়েছি৷ আজ মাননীয়া মুখ্যমন্ত্রীকে দিলাম৷ সরকার দ্রুত উপযুক্ত ব্যবস্থা না নিলে আন্দোলন আরও জোরদার করতে বাধ্য হব৷’’

(গণদাবী : ৭১ বর্ষ ২৯ সংখ্যা)