মহারাষ্ট্রে রামটেক কেন্দ্রে এস ইউ সি আই (সি)

মহারাষ্ট্রে নাগপুর জেলার রামটেক কেন্দ্রে নির্বাচন ১১ এপ্রিল৷ সূর্যের প্রচণ্ড তাপ উপেক্ষা করে একদল যুবক বুকভরা বিপ্লবী উত্তাপ নিয়ে যাচ্ছেন মানুষের ঘরে ঘরে৷ ভোট চাইছেন দলীয় প্রার্থী কমরেড শৈলেশ জনবন্ধুর  সমর্থনে৷ প্রার্থী কী বলছেন ভোটারদের? বলছেন, ‘‘আমরা সারা বছর রাস্তায় থেকে আন্দোলন করি৷ আপনাদের সমর্থন নিয়ে আন্দোলনকে আরও শক্তিশালী করতে চাই৷’’ জনগণ এ ধরনের প্রচার শুনে বিস্মিত৷ ‘এ ভাবে তো কাউকে প্রচার করতে দেখি না, ভোট চায়– টাকাও চায়, সত্যিই একটা নতুন ধরনের পার্টি এবার ভোটে নেমেছে’ মন্তব্য এখানে সেখানে৷ এ রাজ্যে অন্য দলগুলির শাসন মানুষ দেখেছেন৷ কংগ্রেস বিজেপি বা শিবসেনা– কারওর শাসনেই জনজীবনের মৌলিক সমস্যার সমাধান হয়নি৷ এই প্রেক্ষাপটে কিছু পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি নয়, গণআন্দোলনের আহ্বান জানিয়ে ভোট চাওয়া নতুনত্ব বইকি৷ পশ্চিম ভারতের এই রাজ্যে একটা নতুন প্রত্যাশা অন্তত জাগাতে পেরেছে এস ইউ সি আই (সি)৷ প্রত্যাশা পথ চেনাবে৷ সংগ্রামী বামপন্থার পথ, যে পথেই হবে শোষণমুক্তি৷

(গণদাবী : ৭১ বর্ষ ৩৪ সংখ্যা)