Breaking News

অতিমারির অজুহাতে রেল ভাড়া বাড়ানোর তীব্র নিন্দা করল এসইউসিআই(সি)

ফাইল চিত্র

এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২৬ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেন,

কেন্দ্রীয় সরকার কর্তৃক পেট্রল–ডিজেল–রান্ন গ্যাস কেরোসিনের দাম ক্রমাগত বৃদ্ধিতে জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক তখন ভিড় কমিয়ে কোভিড সংক্রমণ রোখার হাস্যকর অজুহাত তুলে স্বল্প দূরত্বের প্যাসেঞ্জার  ট্রেনের ভাড়া বাড়িয়ে দিল রেল দপ্তর৷ এর জন্য তারা করোনা মহামারির অজুহাতে এক হাস্যকর যুক্তি খাড়া করেছে যে, এর ফলে ট্রেনে ভিড় কমবে৷ আপাতত শহরতলির ট্রেনে ভাড়া বাড়ানোর কথা না বললেও, যে কোনও দিন, যে কোনও সময় তারা তা চাপিয়ে দিতে পারে–এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না৷ কারণ কোটি কোটি খোটেখাওয়া মানুষের চরম দুর্দশা ও আর্তনাদের কোনও তোয়াক্কা না করেই খোলাখুলি চরম জনবিরোধী পদক্ষেপ নিতে বিজেপি সরকারের কোনও জুড়ি নেই৷

জনগণের জীবন–জীবিকার উপর বারবার বিজেপি সরকারের এই মারণ আঘাত নামিয়ে আনা নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানো আজ দেশের মানুষের সামনে আশু কর্তব্য৷ এর মধ্য দিয়ে এই সরকারকে এই নীতি প্রত্যাহারে বাধ্য করতে হবে৷