মর্মান্তিক ধর্ষণ, হত্যার প্রতিবাদে হরিয়ানা ও দিল্লিতে বিক্ষোভ

দিল্লি : একই দিনে কুরুক্ষেত্র, জিন্দ, পানিপত, ফরিয়াদ এবং পিঞ্জর–এ বলাৎকার, গণধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে এস ইউ সি আই (সি) হরিয়ানার রোহতকে বিক্ষোভ প্রদর্শন করে এবং বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়ায়৷ দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও হরিয়ানা রাজ্য সম্পাদক কমরেড সত্যবান বলেন, সরকার স্লোগান দিচ্ছে– ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’৷ অথচ তাদেরই শাসনে শিশুকন্যা ও মহিলাদের কোনও নিরাপত্তা নেই৷ জেলা সম্পাদক কমরেড অনুপ সিং মাতনহেল বলেন, নারী সম্পর্কে বিজেপির সামন্তী মানসিকতা এই সব ঘটনার জন্য বহুলাংশে দায়ী৷ হরিয়ানার ভিওয়ানিতেও ছাত্র–যুব–মহিলারা এই নারকীয় ঘটনার প্রতিবাদ জানায়৷

হরিয়ানা : এই ঘটনার প্রতিবাদে ১৭ জানুয়ারি দিল্লিতে হরিয়ানা ভবনেও বিক্ষোভ প্রদর্শন করা হয়৷ এ আই ডি এস ও, এ আই ডি ওয়াই ও, এ আই এম এস এস সহ ১১টি  বাম ও গণতান্ত্রিক ছাত্র–যুব–মহিলা সংগঠন যৌথভাবে প্রতিবাদে সামিল হয়৷ সাথে সাথে ক্রমবর্ধমান যৌন হিংসা প্রতিরোধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়৷