Breaking News

মধ্যপ্রদেশে ট্রেন চালু রাখার দাবি আদায়

গোয়ালিয়র–ভোপাল ইন্টারসিটি ট্রেনটি গত ৪ মাস ভোপাল পর্যন্ত না গিয়ে বীনা স্টেশন পর্যন্ত যাচ্ছিল৷ রেল কর্তৃপক্ষের উদ্দেশ্য ছিল ট্রেনটি তুলে দেওয়া৷ এটা বুঝতে পেরে ট্রেনটির পুরো যাত্রাপথ বজায় রাখার দাবিতে এআইডিওয়াইও–র নেতৃত্বে ব্যাপক আন্দোলন শুরু হয়৷ সভা সমাবেশ স্বাক্ষর–সংগ্রহ, ডেপুটেশনে বিপুল সংখ্যক মানুষ সক্রিয়ভাবে এগিয়ে আসেন৷ আন্দোলনের চাপে অবশেষে নতি স্বীকার করে রেল কর্তৃপক্ষ পুনরায় পূর্বনির্ধারিত পথে ট্রেনটি চালু করেছে৷

(৭০ বর্ষ ৪৪ সংখ্যা ২২ জুন, ২০১৮)