‘মদের প্রসার রুখবই’–গোসাবায় সোচ্চার মহিলারা

দক্ষিণ ২৪ পরগণার গোসাবায় রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগবাগান, রাজাপুর, রানিপুর, উত্তরজংলা প্রভৃতি গ্রামে যেখানে সেখানে, এমনকি স্কুলের পাশেও মদ বিক্রির ঠেক গজিয়ে উঠেছে৷ ফলে ঘরে ঘরে কিশোর–যুবক, এমনকি কোথাও কোথাও শিশুরাও নেশাগ্রস্ত হয়ে পড়ছে৷ মদ্যপ স্বামীদের অত্যাচারে মহিলারা অতিষ্ঠ হয়ে উঠছেন৷ এই অবস্থায় স্থানীয় মহিলাদের উদ্যোগে গড়ে ওঠা ‘মদবিরোধী কমিটি’ আন্দোলনে নামে৷ ৫ সেপ্টেম্বর শিশুসন্তানদের কোলে নিয়ে শতাধিক মহিলা গোসাবা থানা ও বিডিও–তে বিক্ষোভ দেখান৷ সাত সদস্যের প্রতিনিধিদল থানার ওসি–র সঙ্গে দেখা করে নিজেদের উৎকণ্ঠার কথা জানান এবং পাঁচশো গণস্বাক্ষর সহ একটি স্মারকলিপি পেশ করেন৷ ওসি মদ বন্ধের আশ্বাস দেন এবং পরদিন পুলিশ গিয়ে এলাকার মদের ঠেকগুলি থেকে কয়েক কার্টন মদ বাজেয়াপ্ত করে এবং বিক্রেতাদের থানায় নিয়ে যায়৷ আন্দোলনের এই সফলতায় এলাকায় উৎসাহ দেখা দেয় এবং আরও কয়েকটি গ্রামে আন্দোলনের কমিটি গড়ে ওঠে৷

(গণদাবী : ৭২ বর্ষ ৮ সংখ্যা)